Share with your friends

Ram: RAM (Random Access Memory) আমাদের মোটামুটি পরিচিত একটা শব্দ। RAM হল আসলে একটা টেম্পোরারি অদৃশ্য টাইপের স্টোরেজ। অদৃশ্য স্টোরেজ মানে হলো আপনার এন্ড্রয়েড কোনো কাজ করার সময় যে হিসাব নিকাশ করে তার জন্য দরকারি সব ডাটা ওই র্যাম এ জমা হয়, আর শাট ডাউন করলে সেই RAM এ জমা হওয়া জিনিস সব মুছে যায়।


Rom: আপনার কম্পিউটার বা অ্যান্ড্রয়েডের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী একটি অংশ এই ROM। ROM কথাটির পূর্ণরূপ হলো Read Only Memory. নাম শুনেই আন্দাজ করা যায়, এই ধরণের মেমোরির ডাটা কেবল পড়া যায়। একবার এই মেমোরিতে কিছু ইনপুট করা হলে বা লেখা হলে পরিবর্তন আনা যায় না, আর গেলেও অনেক ঝুট-ঝামেলা পোহাতে হয়।আর আপনার রোম এর ডাটা ডিভাইস শাট ডাউনের পরও একদম ঠিকঠাক থাকে। এই ধরনের মেমোরিকে বলা হয় নন-ভোলেটাইল(Non Volatile).


Hard Disk: হার্ড ডিস্ক হলো তথ্য সংরক্ষণে ব্যবহৃত এক প্রকারের চৌম্বকীয় চাকতি-ভিত্তিক যন্ত্রাংশ। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে, এবং তথ্য পড়ার জন্য একাধিক Head (হেড) থাকে। 

Talk Doctor Online in Bissoy App