আপনি এভাষ্ট এন্টি থেফট সফটওয়ার ব্যবহার করতে পারেন । ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/ apps/details? id=com.avast.android.at_play&hl=en AMC Security তে এন্টি থেফট সুবিধা পাবেন। ডাউনলোড লিঙ্কঃ https:// play.google.com/store/apps/details? id=com.iobit.mobilecare&hl=en আপনি এটা এন্টি থেফট হিসেবে ব্যবহার করতে পারবেন ।এই অপশনটি চালু করলে আপনার মোবাইল চুরি হয়ে গেলে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আপনার ফোনের লোকেশন । তবে যদি সেটের wipe data মুছে ফেলে বা হার্ড রিসেট দেয় তাহলে আপনি আর উক্ত সেটের লোকেশন ডিটেক্ট করতে পারবেন না । সব এন্টি থেফট সফটওয়ারের ক্ষেত্রেই যদি সেটের wipe data মুছে ফেলে বা হার্ড রিসেট দেয় তাহলে আপনি আর উক্ত সেটের লোকেশন ডিটেক্ট করতে পারবেন না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি মোবাইল এর setting এ যান,তারপর security তে যান,তারপর mobile anti-theft অন করুন।ওকানে পাসওয়ার্ড এবং তিনটি মোবাইল নাম্বার দিন।মোবাইল হেরে গেলে ঐ তিনটি সিম এ sms যাবে।যদি sim চেন্জ করে।এবং সাথে সাথে পাসওয়ার্ডও পড়ে যাবে।বিস্তারিত ওকানে দেখুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ