আমি একটি মেয়েকে ভালবাসি, আর ও আমাকে ভালবাস ত।আমরা ছোট কাল থেকেই একসাথে লেখা পড়া করেছি এবং ৮ম শ্রেনিতে আসার পর আমি তার প্রেমে পড়ি আর ও ১০ ম শ্রেনির শেষ দিকে আমাকে জানায় ও আমাকে ভালবাসে।ত আমরা এতদিন ভালই ছিলাম, আর আমি গত ৮ মাস আগে প্রবাসে আসি, ভালই চলছিল সব কিছু কিন্তু তাদের পরিবার আর আমার পরিবারের এর মধ্যে জমি নিয়ে মারামারি হয় আর ও আমার তখন ও কথা বলত কিন্তু এখন চার মাস ধরে ও আমাকে এরিয়ে চলে আর আমাকে ফোন দেয়না আমি কল দিলে ধরেনা, ধরলে ও আমাকে বলে ও আমার কাছ থেকে তার প্রতি ঘৃনা আশা করে।ত এই গুলা আমি মেনে নিতে পারছি না আমি এখন কি করব, আমি অনেক টাকা খরচ করে প্রবাসে আসছি এখন আমি কি করব, আত্তহত্তা ছারা আমি কোন পথ দেখছিনা আমাকে কেউ ভাল একটা পরামর্শ দিন প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে

"আত্তহত্তা ছারা আমি কোন পথ দেখছিনা" প্রথমেই

বলবো এই কথাটি থেকে বেরিয়ে আসুন। আপনি জানেন কি?

মানুষের জীবন একটাই, তাই জীবনকে ভালোবাসুন। একটু

চিন্তা করে দেখুন তো, আপনি কেন মরবেন?  কার জন্য মরবেন?

আপনি কি নিজেকে ভালোবাসেন না, আপনার মা- বাবা কে

ভালোবাসেন না। সামান্য একটা মেয়ের জন্য আপনি আজ

মরার মতো চিন্তা করছেন, ছি:। নিচে কিছু পয়েন্ট

দিচ্ছি সেটা মাথায় রাখুন।

১/ আপনি আপনার সাধ্যমতো মেয়েটিকে বোঝান,

যদি সে কোনভাবেই না বুঝে তাহলে সাথে সাথে এই

রিলেশন ব্রেকাপ করে দিন।

২/ নিজেকে সবচেয়ে বেশী ভালোবাসতে শিখুন,

তাহলে সবার ভালোবাসা পাবেন।

৩/মা- বাবা, ফ্যামিলী এবং নিজের ক্যারিয়ারের প্রতি

আরো যত্নবান হোন, ভবিষ্যৎ ভালো হবে।

৪/ আবেক একটু কমান, মনে রাখবেন আবেগ আর

বাস্তব এক না, তাই আবেগ দিয়ে কখনো কীবন চলেনা।

৫/ যে আপনার সে কখনো দূরে সরে যাবে না, শতো

বাধাঁর মাঝেও সে আপনারই থাকবে।

আশাকরি আপনি সফলকাম হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ