এরকম সমস্যা সমাধানের অনেক সমীকরণ আছে। এই সমীকরণ গুলো আপনার ইকুইপমেন্ট টাইপের উপরে নির্ভর করে। মানে ব্যাটারি কি ড্রাইসেল নাকি লেড এসিড। বাল্ব কি সাধারণ বাল্ব নাকি এলইডি। তবে লেড এসিডের জন্য সাধারণ হিসেবের সমীকরণ হচ্ছে

Battery Life = Battery Capacity in Milli amps per hour / Load Current in Mill amps * 0.70

০.৭০ হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর।

আপনার ক্ষেত্রে ৫.২৫ ঘন্টা মানে ৫ ঘন্টা ২৫ মিনিট জ্বলবে।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ