শেয়ার করুন বন্ধুর সাথে

কয়েকটি বিশেষ ব্যবসা (মদ , মৃতদেহ , শুকর , মূর্তি বেচাকেনা ইত্যাদি) ছাড়া সকল ধরণের শরীয়তসম্মত ব্যবসায় করে আপনি হালাল উপার্জন করতে পারেন । তবে সব ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে সত্‍পথ অবলম্বন করতে হবে । বেশি মুনাফার লোভে ক্রেতাদেরকে ঠকানোর মনোভাব ত্যাগ করতে হবে । নায্যদামে বিক্রয় না করলে , কিংবা ক্রেতার অগোছরে বেশি দামে/খারাপ পণ্য বিক্রয় করলে তা হালাল হবেনা । হারাম জিনিসে আল্লাহর বরকতও থাকে না । আপনি "থান কাপড়/গার্মেন্টস পণ্যের" ব্যবসা করতে পারেন । ভালোই মুনাফা পাবেন । নায্যদামে অল্প মুনাফায়ও যদি বিক্রয় করেন তবে আল্লাহর রহমতে দুনিয়া ও আখিরাতে আপনার উন্নতি হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ