8 ball pool গেইম টা কি হারাম হবে ইসলামে?এই গেইম টা কয়েন দিয়ে খেলতে হয় আার জিতলে কয়েন পাওয়া যায় এটা কি হারাম হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
কয়েনগুলো যদি খেলার জন্য দেওয়া
হয় এবং এই কয়েন জেতা এবং হারার
মধ্যেই খেলাটা সীমাবদ্ধ থাকে; আর্থিক 
কোনো লেনদেন না হয়, তাহলে এটা
জুয়া হবে না এবং খেলাটা হারাম হবে না।
তবে খেলাটা যদি নেশার পর্যায়ে চলে যায়,
নামাজ ইত্যাদি ইবাদত থেকে বাধা
প্রদান করে, তাহলে এটা খেলা জায়েজ হবে না।
তবে নেশার পর্যায়ে না গেলে এবং
অন্য কোনো জুয়া ইত্যাদি না থাকলে,
তাহলে এটা খেলা জায়েজ হবে।
[বিস্তারিত দেখুন: খেলাধূলা ও বিনোদনের
 শরয়ী সীমারেখা]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ