Call

মনে করি,

একটি কম্পিউটারের পাওয়ার 120 ওয়াট

সরবরাহ ভোল্টেজ 216 ভোল্ট

বিদ্যুত বিল নির্ণয়ের নিয়ম ঃ

যেহেতু কম্পিউটার টির পাওয়ার 120 ওয়াট, সেহেতু এটি প্রতি ঘন্টায় 120 ওয়াট খরচ করবে । 

প্রতিদিন 8 ঘন্টা চললে দৈনিক পাওয়ার খরচ হবে = লোডের পাওয়ার × কত ঘন্ট ব্যবহার হয়

অতএব, দৈনিক পাওয়ার খরচ = 8×120 = 960 ওয়াট-আওয়ার । 

তাহলে দৈনিক বিদ্যুৎ খরচ হবে=মোট পাওয়ার /1000 []

অতএব, বিদ্যুৎ খরচ= 960/1000 = 0.96 কিলোওয়াট-আওয়ার। [প্রায় 1 ইউনিট ।]

যদি প্রতি ইউনিট বিদ্যুৎ বিল 4 টাকা হয় । 

তাহলে প্রতিদিন একটি কম্পিউটারের জন্য 4 টাকা খরচ হবে । 

মাসিক বিলের হিসাব = মোট ইউনিট × প্রতি ইউনিট কত টাকা × কত দিনে একমাস তার সংখ্যা [যেমন-28, 30 ও31 দিনে একমাস হয় ।]

অতএব, মাসিক বিল = 1×4×30 = 120 টাকা । 

কোন সমস্যা থাকলে বলবেন ।

ধন্যবাদ ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ