শেয়ার করুন বন্ধুর সাথে

অ্যালিফেটিক হাইড্রোকার্বনের শিকলের একটি H- পরমাণুকে -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে উৎপন্ন যৌগকে অ্যালকোহল বলে। এতে -OH গ্রুপ থাকার কারনে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে বলে এটা পানিতে দ্রবনীয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আলকোহল একটি পোলার সমযোজী যৌগ,,আর পানি হচ্ছে পোলার সমযোজী দ্রাবক,,,এদের নেগেটিভ ও পজিটিভ প্রান্তের আকর্ষনের জন্য এটি পানিতে দ্রবীভুত হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ