প্রয়োজন ছাড়া নিজের ছবি তুলা ইসলামে জায়েছ নাই। অপ্রয়োজনে ছবি তুলে কোথাও দেওয়া তো যাবেই না। আর নিজের ছবি তুলে বাসায় দেওয়ালে রাখা একদম জায়েছ না।প্রয়োজন ছাড়া কোথাও ছবি দিতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিনা কারন এ ছবি তোলা ই জায়েজ না । ফেসবুক এ ছবি দিলে ও গুনা হচ্ছে আবার সৃতি হিসেবে তুলে বাসায় যদি সেটা ঝুলিয়ে রাখেন ওই ঘর এ নামাজ মাকরুহ হবে এবং রহমত এর ফেরেশতা আসবে না । বই এ ছবির বেলায় কোন সমস্যা নাই পঞ্জিকার বেলায় ও ছবি থাকলেও সমস্যা আছে । ছবি তুলে আড়াল এ রাখলে ওই ঘর এ নামায হয়ে যাবে । এমন জায়গায় রাখতে হবে যেনো দেখা না যায় । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ