আমার বয়স ১৭ কিছুদিন আগে আমাদের কাবিন হয়।

তার পর এক দিন আমি আর আমার সামি সহবাস করি

তখন নিরাপত্তার জন্য আমার সামি কন্ডম ব্যাবহার করেন

এক পর্যায়ে প্রথমবার বীর্য ত্যাগ করার পর কিছুক্ষন পর

আবার মিলন এ লিপ্ত হই তখন কন্ডম ছারাও মিলন করি

কিন্তু বীর্য ত্যাগ করার আগে সে লিংগ বের করে নেয়

ভেতরে বীর্য না পরলেও যোনীর পাশে ও সামনে একটু লেগে যায়।

তারপর আমার দুশ্চিন্তা দুর করার জন্য মিলন এর ৪ ঘন্টার মধ্য

একটা ইমকন ১ ট্যাবলেট খাই।

৫২ ঘন্টা পার হউয়ার পরো কোনো পার্শপ্রতিক্রিউয়া দেখাযায়নি

শুধু পেট ব্যাথা ছারা।

পরে সন্দেহর জন্য আবার একটা ইমকন১ ট্যাবলেট খাই

৫৪ ঘন্টার পর আরেকটা ইমকন১ ট্যাবলেট খাই।

তার ৫ দিন পর আমার পিরিয়ড শুরু হয়।

আমার এমনিতে প্রতি মাসে ২৩ তারিখ এ মাসিক হয়

আমি সহবাস করি ১ তারিখ এ এবং প্রথম ইমকন১ ট্যাবলেট খাই

৩ তারিখে আবার ২য় ইমকন১ ট্যাবলেট খাই।

৮ তারিখ সকালে আমার পিরিয়ড শুরু হয়।

মানে নিয়মিত পিরিয়ড এর প্রায় ১৪ দিন আগেই পিরিয়ড শুরু হয়

এখন কি আমার ভয় এর কোনো কারন আছে?

গর্ভবতী হওয়ার কোনো হম্ভাবনা আছে কি?

পিরিয়ড এর ব্যাথা আর সব কিছু আগের মতই আছে

ব্যথা আগের মতই হয়।

আমি সুনছি এই ট্যাবলেট খেলে পিরিয়ড ১ সপ্তা আগে বা পিছিয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে প্রায় ২ সপ্তাহ আগেই কেনো হলো?

উত্তর জানা থাকলে কেউ দয়া করে জানান প্লিজ

খুব টেনশনে আছি।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ক্ষেত্রে যা ঘটেছে তা ইমকন ১ খাওয়ার জন্যেই ঘটেছে । অনেক ক্ষেত্রেই ট্যাবলেট খাওয়ার এক সপ্তাহের ভিতরেও মাসিক হতে দেখা যায় । এতে চিন্তার কিছু নেই । আপনি প্রেগনেন্ট হবেন না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইমাজেন্সী ট্যাবলেট বেশি খাওয়া ঠিক নয়।ইমারজেন্সী পিল অতিরিক্ত সেবন করার কারনে মাসিকের সময় এগোতে বা পেছাতে পারে।যেটা আপনার বেলায় হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ