৩০ তারিখ আমি সহবাস করার পর ১২ ঘন্টার মধ্যে emergency pil... পিউলি... খেয়েছি। আমার মাসিক হয় ১২ তারিখ। কিন্তু এখনো আমার মাসিক হচ্ছে না কেন?.. আমি খুব টেনশনে আছি। আমি বাচ্চা নিতে চাই না।
Share with your friends
মাঝেমধ্যে হরমোন ডিফেক্টের কারনে ইমারজেন্সী
পিলে কাজ হয় না, তখন প্রেগনেন্ট হওয়ার
সম্ভবনা থাকে ১০০%।
প্রতিকার:
আপনি নিকটস্ত কোন ফার্মেসী থেকে একটা
প্রেগনেস্নী টেস্ট করার কাঠি এনে ভোরবেলা
নিজে নিজেই আপনার প্রসাব পরিক্ষা করে
শিওর হবেন আপনি প্রেগনেন্ট কিনা। কাঠির
দাম মাত্র ২০ টাকা এবং নিয়ম ভিতরে লেখা আছে।
ফলাফল:
যদি প্রগনেন্ট হয়ে থাকেন তাহলে ভুলেও MR
করবেন না, ঔষধের মাধ্যমেই গর্ভপাত করা যায়।
তবে সর্বক্ষেত্রেই সর্তকতা অবলম্বন করবেন।
বাজারে প্রচলিত পর্ভপাতের কয়েকটা ঔষদের
নাম দিচ্ছি- MM KIT, SAITONIX, MMS KIT।
** আর যদি প্রেগনেন্ট না হয়ে থাকেন তাহলে
প্রচুর পরিমানে পানি পান করবেন এবং
আয়রন ট্যাবলেট খাবেন। অথবা Isovent 100/600 mg
 ট্যাবলেট সেবন করলে পরের দিনই মিন্স হয়ে
যাবে ১০০% গ্যারান্টী। ধন্যবাদ

মোঃ সায়মুন ইশতিয়াক
নার্সিং অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
মোবাইল:০১৮২৮৭৮১১১৪
Talk Doctor Online in Bissoy App