আমি রাতে রসুনের কোয়া বেটে মুখে ব্রন আক্রান্ত স্থানে লাগিয়ে পরদিন সকালে উঠে দেখি যে , আমি যে যে স্থানে রসুন দিয়েছে সে স্থান পুরে কালো আস্তরণ পরেছে । এবং পরে এগুলো তুলতে গিয়ে দেখি ঐ স্থান গুলোর ছাল উঠেছে । এখন আমি কি ব্যাবহার করব । অনেক বিশ্রি লাগতাছে।দয়া করে তরাতারি বলুন plz
শেয়ার করুন বন্ধুর সাথে
RiadHasan

Call

যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া একটানা ৭-১০ দিন নিচের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। লেবুর ফেসপ্যাকঃ ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণ থাকা অবস্থায় দুধ ব্যবহার থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ