শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নারীদের নানা ধরনের যৌন সমস্যার মধ্যে রয়েছে এই চুলকানি। যোনির বহির্ভাগে কখনও বা ভিতরেও এই চুলকানির সৃষ্টি হয়ে থাকে। এ সময়ে যোনির বহির্ভাগে নানা প্রকার ফুসকুড়ি জন্মে এবং তাতে চুলকানি সৃষ্টি হয়। ইহাকে যোনির চুলকানি (Vulval Itch) বলা হয়ে থাকে। অনেক সময় এই চুলকানি যোনিতে ক্ষতের সৃষ্টি করে। এছাড়া চুলকানোর কারণে জ্বালা পোড়া করে থাকে। কারণ : বিভিন্ন কারণে এই চুলকানি হতে পারে তবে ট্রাই কোমনা নামক জীবানুর ইনফেকশনের জন্যই এটি সচরাচর হতে দেখা যায়। এছাড়া গনোরিয়া, সিফিলিস জীবানুর ইনফেকশনের জন্যও হতে পারে। কখনো কখনো কনট্রাসেপটিভ (বার্থ কন্ট্রোলের) বিষয় জনিত কারণে ইহা হতে পারে। এ সকল ক্ষেত্রে যথাযথ হোমিও ট্রিটমেন্ট নিলে এই সমস্যা অচিরেই দূর হয়ে যায়। অনেক মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অপরিষ্কার থাকার কারণে যোনিদেশে চুলকানির সৃষ্টি হয়। অনেক সময় আবার পায়ু থেকে সূতা কৃমি গমনের কারণেও হয়ে থাকে। এলার্জির জন্য ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হেতু অথবা ডায়বেটিস বা গ্লায়কোসুরিয়ার কারণেও নারীদের বহিঃজননেন্দ্রিয়ে চুলকানির সৃষ্টি হয়ে থাকে। ধন্যবাদ তথ্যসূত্র : হোমিও সেক্স সল্যুশন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ