শেয়ার করুন বন্ধুর সাথে
MSIShakil

Call

প্রোগ্রামার হতে হলে আপনাকে আগে সি প্রোগ্রামিং সম্পর্কে ভাল জানতে হবে। ইন্টারনেটে “তামিম শাহরিয়ার সুবিন” ভাইয়ের লেখা একটি বই ডাউনলোড করে পড়া শুরু করতে পারেন। আর আপনাকে এজন্য নিজের একটি কম্পিউটার অবশ্যই থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনাকে অবশ্যই প্রোগামিং ল্যাংগুয়েজ,সি++,জাভা ইত্যাদিতে অভিজ্ঞ থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আগে নিজেকে প্রস্তুত করুন তারপর প্রয়োজন ধৈর্য । সবার প্রথমে আপনাকে C ল্যাংগুয়েজ শিখতে হবে, সে জন্য প্রথমে আপনি মো: কামরুজ্জামান নিটনের সবার জন্যে C বইটি কিনে আনুন। ওটা মনোযোগ দিয়ে পড়ুন আর প্র্যাকটিস, C হচ্ছে ভিত্তি, ভিত গড়তে পারলে C++এভাবেই পারবেন, আর জাবা বলেন পাইথোন, পিএচপি সব আপনি নিজে নিজেই পারবেন যদি সি ভালো পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আগে প্রোগ্রামার বলা হত শুধু সফটওয়্যার ইন্জিনিয়ারদেরকে কিন্ত বর্তমানে ওয়েব ডেভেলপারদেরকে ও প্রোগ্রামার বলা হয় কারণ ওয়েব ডেভেলপাররা ও ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করতে পারে । 

আপনি ভাল প্রোগ্রামার হতে গেলে প্রোগ্রামিং এর কাজ শিখতে পারেন । আর সি প্রোগ্র্রামিং দিয়েই প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন । আপনি যদি প্রোগ্রামিং সি দিয়ে শুরু করেন তাহলে বাকি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলা খুব সহজেই শিখতে পারবেন আর এজন্যই সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে প্রোগ্রামিং এর ' মা ' বলা হয় । 

সি প্রোগ্রামিং নিয়ে  বাংলা ভাষায় অনেক টিউটোরিয়াল আছে তার মধ্যে সুবিন ভাইয়ের পিডিএফ এবং ভিডিও টিউটোরিয়াল গুলো আমি খুব ভাল মনে করি

  1. সুবিন ভাইয়ের পিডিএফ বইটি ডাউনলোড করুন এখান থেকে http://cpbook.subeen.com/p/blog-page_6.html
  2. সুবিন ভাইয়ের ভিডিও টিউটোরিয়াল গুলো ডাউনলোড করুন এখান থেকে   http://cpbook.subeen.com/p/video-tutorial.html
  3. সুবিন ভাইয়ের সি প্রোগ্রামিং এর উপর এনড্রয়েড এপস টি ডাউনলোহ করুন এখান থেকে  http://play.google.com/store/apps/details?id=com.muktosoft.cpbook    সূত্র : http://cpbook.subeen.com/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ