অনেকটাই ভন্ড। আমরা অনেক সময় খবর, পত্রিকায় দেখি জিনের বাদশা সেজে সাধারন মানুষের সাথে প্রতারণা করছে। আর আমি এসব কিছু একদম বিশ্বাস করিনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shahidrand1

Call

শয়তান বলতে আমরা যাদের বুঝি, তারা জাতিতে হচ্ছে জিন।মানুষের মধ্যে যেমন ভাল-খারাপ আছে,জিনদের মধ্যেও তেমন আছে। মানুষের মত তাদেরও বিচার হবে। জিনদের কাছে আপনি যেই পরামর্শ নেন না কেন, সেটা কোন ক্রমেই মানুষের চেয়ে উন্নত হবে না। জিন পারবে কিন্তু মানুষ পারবে না,এটা হতে পারে না। ডাক্তার,ইন্জিনীয়ারসহ বিভিন্ন ধরনের পেশার মানুষ যেমন সবাই সমান দক্ষ না,একই ভাবে জিনদেরও তাই। জিনদের থেকে সেবা নিতে হলে তাকে কথা শুনতে বাধ্য করতে হবে। আপনি একটা মানুষকে কি আপনার কথা শুনতে বাধ্য করতে পারবেন ? জিন যদি মানুষকে বাধ্য করে কিংবা মানুষ যদি জিনকে বাধ্য করে,তাহলে দুটোরই বিচার হবে।কারন এটা হচ্ছে ব্যাক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ করা। জিনদের সম্পর্কে সাধারন মানুষের তেমন ধারনা না থাকায়,ব্যাপারটা শেষ পর্যন্ত "শিরকে" গড়ায়। কাজেই এই সমস্ত কাজের পিছনে ছুটার অর্থ হচ্ছে নিশ্চিৎ জাহান্নাম। তবে জিন হাজির করা অত্যন্ত কঠিন কাজ। এই ধরনের ব্যবসার সাথে জড়িতদের কোটির মধ্যে কোটিই হচ্ছে ধাপ্পাবাজ। একটা বিশেষ চতুরতা দিয়ে মানুষ টাকা নেয়া। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ