শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

টিকটিকির পায়ের পাতা লক্ষ্য করলে আমরা দেখতে পাব তাদের পায়ের আঙ্গুলগুলোর মাঝে পাতলা চামড়া দ্বারা ভরাট থাকে। ফলে টিকটিকি চলার সময় তার পা দিয়ে দেয়াল বা ছাদের যেখানে চাপ দেয়, সেখানে পায়ের পাতার ঐ জায়গাটি বায়ুশূন্য করে ফেলে। এই বায়ুশূন্য স্থানের ওপর চারপাশের বাতাসের যে চাপ পড়ে তাতে টিকটিকি অনায়াসে আটকে থাকতে পারে। আবার প্রয়োজনমতো পায়ের পাতা যেকোনো দিকে কিছুটা ফাঁক করে দিয়ে খালি জায়গায় বায়ু প্রবেশ করাতে পারে। টিকটিকি তার পেশী চালিয়ে খুব তাড়াতাড়ি এই বায়ুশূন্য করা আর বায়ু ঢোকানোর কাজ করতে পারে বলে হাঁটার সময় দেয়াল বা ছাদ থেকে সে পড়ে না গিয়ে বরং সমতল দেয়াল বেয়ে দ্রুত চলাচল করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ