Unknown

Call
Del ব্যথার ইউনিট নয়। এমনকি কোনো পরিমাপ ব্যবস্থাতেই ডেল নামক কোনো ইউনিট নেই।
Del টার্ম মূলত Dol (Doloremeter) এককের বিকৃত রুপ। Dol এককে ব্যাথার পরিমাণ ১ থেকে ১০ মাঝে হিসেব করা হয়। উল্লেখ্য যে, এই ডলোরিমিটারও কোন স্বীকৃত স্কেল নয়।


নিম্নোক্ত তথ্যটি প্রায়শই বিভিন্ন জায়গায় দেখতে পাবেন-
""সাধারণ মানুষ তার দেহে সর্বোচ্চ ৪৫ ডেল পর্যন্ত ব্যাথা সহ্য করতে পারে। কিন্তু একজন মা বাচ্চা জন্ম দেয়ার সময় ৫৭ ডেল এরও উপরে ব্যাথা সহ্য করে।""
কিছুটা মায়ের মর্যাদা সম্পর্কিত হওয়ায় অনেকেই এটি প্রচার করে বেড়ায়, কিন্তু সত্যি বলতে এটি শুধুই একটি গুজব। এর কোনো ভিত্তিই নেই। গভীর ভাবে যাচাই করা ছাড়াই এটি বোঝা যায়- ধরুন কাল্পনিকভাবে Del এককের অস্তিত্ব মেনে নেয়া হলো। মানুষের সর্বোচ্চ সহ্য ক্ষমতা ৪৫ ডেল, তো প্রসব কালে মা কিভাবে ৫৭ ডেল অনুভব করবে? এটাতো সহ্য সীমার বাইরে, সে হিসেবে কি প্রত্যেক মা-ই প্রসবকালে মৃত্যুবরণ করতেন না?
আর যদি সহ্য করতেই পারে তাহলেতো ৫৭-ই হবে সর্বোচ্চ সীমা, কারন গর্ভধারিণী নিজেও একজন সাধারণ মানুষ।
Talk Doctor Online in Bissoy App