Facebook Pending Friend Request কি ভাবে দেখা যায় এবং Cancel করা যায়?
Share with your friends
mahfuz08

Call

নিচের লিন্ক গুলিতে ঢুকলে আপনার Pending Friend Request পেয়ে যাবেন। ১// https://apps.facebook.com/friendrequests এখানে গিয়ে Pending Requests এ ক্লিক করলেই পাবেন। ২// https://facebook.com/friends/requests/outgoing এখানে গিয়ে View Sent Requests এ ক্লিক করলেই পাবেন। ৩// মোবাইলের মাধ্যমে নিচের লিন্কে পাবেন। https://m.facebook.com/friends/requests/outgoing ৪// Pending Friend Request পেতে আরো একটা কাজ করতে পারেন। আপনার ফেসবুক টাইমলাইন পেজ এ যান। অনেক ভাবেই যাওয়া যায়। ফেসবুকে বামপাশে উপরে আপনার নামের উপর ক্লিক করে কভার পেজ বা টাইমলাইন পেজ এ যান। এবার উপরে ডান দিকে Acitivity Log এ ক্লিক করেন। তারপর বাম পাশে নিচের দিকে All Apps লেখার নিচে MORE অপশনে ক্লিক করুন। দেখবেন ওখানে Pending Friend Requests এর একটা অপশন আছে, সেখানে ক্লিক করেও আপনি ওটা পেতে পারেন। Pending Friend Request Cancel করতে চাইলে, ১ নম্বর লিন্কে ঢুকে সহজে Cancel করতে পারবেন। ওখানে দেখুন উক্ত নামের পাশে Cancel Request অথবা Friend Request Sent এই ধরনের বাটন থাকে। ওই Cancel Request বাটনে ক্লিক করুন বা Friend Request Sent এই বাটনের উপর মাউস ধরলে Cancel Request অপশন চলে আসবে। অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে (সম্ভবত একদিনে ২৭ অথবা ১ ঘন্টায় ৩ এর বেশী) বা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশিরভাগ লোক Cancel করলে বা বাতিল করলে বা অতিরিক্ত রিকোয়েস্ট পেন্ডিং থাকলে বা কেউ আপনাকে ব্লক করলে আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App