কম্পিউটার দিয়ে ফেপবুকে লগ ইন করার সময় facebook.com লিখলে ও অটোমেটিকভাবে web.facebook.com আবার মোবাইলে ও facebook.com লিখলে অটোমেটিকভাবে m.facebook.com আসে কেন ? আমি মোবাইল দিয়ে নাকি কম্পিউটার দিয়ে ফেপবুকে লগ ইন করেছি সেটা ফেসবুক কি করে বুঝে ?
Share with your friends

মোবাইলে ফেসবুক ইউজ করলে আপনাকে মোবাইল ভার্সনে ইউজ করতে হবে। আর কম্পিউটারে ইউজ করতে হলে আপনাকে ডেস্কটপ ভার্সনে ইউজ করতে হবে। আর ইউজারে কোন ভার্সনে ফেসবুক ইউজ করছে তা অবশ্যই কতৃপক্ষ জানে। কারন তারাইতো আপনাকে আপনার উপযোগী ভার্সনটা দিতেছে।

Talk Doctor Online in Bissoy App