Call

প্রথমত, অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক সেবন,  ওষুধের প্রতি জীবানুর সংবেদনশীলতা কমিয়ে দেয়।

দ্বিতীয়ত, সব এন্টিবায়োটিক সব জীবানুর জন্য কাজে না-ও লাগতে পারে। আপনার শরীর কোন জীবানু (ব্যাক্টেরিয়া) দ্বারা আক্রান্ত সেটা ডাক্তারই পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে নির্ণয় করবেন এবং সেই জীবানুর জন্য কোন এন্টিবায়োটিক কার্ষকর সেটাও তিনিই ভালো জানবেন। এন্টিবায়োটিকের ডোজ পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেটাও ডাক্তার ঠিক করে দেবেন।

ধরা যাক, আপনি কোনো এন্টিবায়োটিক সেবন করলেন এবং রোগ ভালো হয়েও গেলো কিন্তু ডোজ সম্পূর্ণ করলেন না। তাহলে শরীরে যদি সামান্য কিছু জীবানুও থেকে যায় তাহলে তারা সেই এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষম জীবানু উৎপাদন করবে এবং বংশবিস্তার করে পুনরায় রোগ তৈরি করবে। পরবর্তীতে সেই এন্টিবায়োটিক আর আপনার শরীরে ঠিকমত কাজ করবে না। এই কথা বলা যায় ভুল এন্টিবায়োটিক সেবনের ক্ষেত্রেও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ