শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্যাকটেরিওফায এর গঠন অতীব জটিল। এর দৈহিক গঠন একটি অতি ক্ষুদ্রাকৃতি ক্ষুদ্র ব্যাঙাচি বা মানব শুক্রানুর মতো হয়ে থাকে। আর এ দেহটিকে দুটি অংশে ভাগ করা যায় যথাঃ ১. মাথা (Head) ২. লেজ (Tail) ১। মাথা(Head)ঃ এই ভাইরাসের মাথাটি সাধারণতঃ স্ফীত ও ষড়ভূজাকৃতির। দেখতে প্রিজমের মতো প্রায়। এর দৈর্ঘ্য প্রায় ৯৩ nm এবং প্রস্থ প্রায় ৬৫ nm। এই স্ফীত ও ষড়ভূজাকৃতির মাথার বাইরের অংশে প্রোটিন আবরণ ও অভ্যন্তরে দ্বিসূত্রক DNA সূত্রক প্যাঁচানো অবস্থায় থাকে। এতে প্রায় ১৫০ টির মতো জিন রয়েছে এবং মাথার বেশির ভাগ অংশই ফাঁপা বলে পরিলক্ষিত হয়ে থাকে। ২। লেজ (Tail) ঃ ব্যাকটেরিওফায ভাইরাসের মাথার ঠিক নিচে একটি লেজ। এর দৈর্ঘ্য প্রায় ১০০ nm ও ব্যাস প্রায় ২৫ nm । লেজের আবরণটি দৃঢ় ও সংকোচনশীল। কোন কোন ফায এর লেজ নরম,নমনীয় ও আবরণবিহীন। তবে অনেকের মতে, লেজের দৃঢ় আবরণের ভিতরে একটি সংকোচনশীল প্রোটিন থাকে। এ প্রোটিনে লাইসোসোম থাকে। লেজের ভিতরে কোন DNA থাকে না। লেজ ও মাথার সংযোগ স্থলে একটি কলার অবস্থিত। লেজের নিচের প্রান্তটি কিছুটা প্রশস্ত হয়ে বেস প্লেট তৈরি করেছে। বেসপ্লেটের চারপাশে ৬ টি সরু ও লম্বা স্পর্শক তন্তু ও কতগুলো কাঁটার মতো স্পাইক থাকে। যার মাধ্যমে এরা পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে সক্ষম হয়। তবে এতে নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর ও অন্যান্য ক্ষুদ্রাঙ্গ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ