শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোষ প্রাচীরের ঠিক নিচে সব প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি আছে তাকে কোষঝিল্লি বলে। ভৌত গঠন (i) এটি দ্বিস্তরবিশিষ্ট। (ii) দ্বিস্তরবিশিষ্ট এ মেমব্রেনের উপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝে লিপিড স্তর থাকে। (iii) দুটো স্তরের মাঝখানে সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে। (iv) এটি (মেমেব্রেন) ভাঁজবিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ