শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

বর্তমানে নিচের প্রতিষ্ঠান গুলোতে চিকিৎসা মনোবিজ্ঞানীরা সেবা প্রদান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ (কলা ভবন), ছাত্র নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্র (টিএসসি), রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে সাইকোথেরাপি পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে কোন কার্য দিবসে অফিস এবং হলের নির্দিষ্ট সময়ে এসে যোগাযোগ করতে পারেন। মনোরোগ বিদ্যা বিভাগ, ব্লক ডি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভার্সিটি, শাহবাগ, ঢাকায় সাইকোথেরাপি পাওয়া যায়। প্রথমে হাসপাতালের বহিঃবিভাগে দেখিয়ে রেফার করে তারপর সাইকোথেরাপি নিতে হয়। এই হাসপাতালে গ্রুপ ও ব্যক্তি পর্যায়ে সাইকোথেরাপি দেয়া হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকায় (শ্যামলী শিশু মেলার পাশে) সাইকোথেরাপি দেয়া হয়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দলীয় এবং ব্যক্তিপর্যায়ে সাইকোথেরাপি দেয়া হয়। এখানে বৈবাহিক সমস্যার মোকাবিলার জন্য ‘ম্যারিটাল থেরাপি’ এবং পারিবারিক সমস্যা কমানোর জন্য ‘ফ্যামিলি থেরাপি’ ব্যবহার করা হয়। এছাড়া এই ইনস্টিটিউটে বিভিন্ন ধরণের মনোবৈজ্ঞানিক পারিমাপনও করা হয়। যেমন, এখানে বুদ্ধি, স্মৃতি শক্তি, ব্যক্তিত্ব, সমস্যামূলক আচরণ, বিভিন্ন ধরণের মানসিক সমস্যার মাত্রা কতটুকু আছে ইত্যাদি পরিমাপ করা হয়। ইনস্টিটিউটে মানসিক সমস্যাগ্রস্থ শিশু রোগীদের জন্য ‘শিশু বিকাশ কেন্দ্র’ নামের বিশেষিত চিকিৎসা সেবা আছে। বিশেষ করে সাইকোথেরাপির সাহায্য শিশু রোগীদের জীবনের মান অনেকটা উন্নত করা সম্ভব হয়। মানসিক হাসপাতাল, পাবনায় সাইকোথেরাপি পাওয়া যায়। ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারে (৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা) সাইকোথেরাপি পাওয়া যায়। যে কোন মহিলা ও শিশু সাহায্যের জন্য যে কোন কার্য দিবসে অফিস সময়ে এসে যোগাযোগ করতে পারবেন। শিশু বিকাশ কেন্দ্রে (বরিশাল মেডিকেল কলেজ, বরিশাল) মনোবৈজ্ঞানিক পরিমাপন ও সাইকোথেরাপি পাওয়া যায়। ঢাকার শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে বিভিন্ন ধরণের মনোবৈজ্ঞানিক পরিমাপন করা হয়। এছাড়া এখানে শিশুদের মানসিক সমস্যার জন্য কাউন্সেলিংও করা হয়। জাগরীতে (আই সি ডি ডি আর, বি, মহাখালী, ঢাকা) কাউন্সেলিং সহ এইচআইভি পরীক্ষার ব্যবস্থা আছে। ঢাকা কমিউনিটি হাসপাতালে (বড় মগবাজার, ওয়ারলেস রেল গেট) সাইকোথেরাপি দেয়া হয়। এছাড়াও চিকিৎসা মনোবিজ্ঞানীগণ ব্যক্তিগতভাবে সাইকোথেরাপি প্রদান করে থাকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ