Call

যখন বনে বাঘ ছিলনা তখন শিয়াল বাঘের মত আচারন করেছ। এখন বনে বাঘ আছে সিংহ আছে, গরিলা, গন্ডার সবই আছে, সেখানে আর শিয়ালের রাজত্ব শেষ। এদেশে ৮০ র দশক বা তার পূর্বে শতকরা ৮০ জনই কৃষক ছিল। তখন এদেশ ছিল কৃষি প্রধান দেশ। কৃষকের ছেলে কৃষক হবে এটাই রীতি ছিল। তখন ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল খুবই অপ্রতুল। তখন ডাক্তার ইঞ্জিনিয়ারের কদর ছিল আকাশচুম্বী। আর এখন অনেক এমবিবিএস ডাক্তার আর ক্লাসের শেষ বেঞ্চে বসা অনেক ইঞ্জিনিয়ার সাচ্ছন্দে চলার মত রোজগারও নেই। তাই এই সময়ে শিক্ষিত পিতা মাতার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমান ছাত্র সমাজ সাধারনত ইন্টারের পরে গিয়ে চিন্তা করে সে কোন দিকে এগুবে। এক্ষেত্রে পিতা মাতা সন্তানের ইচ্ছার উপর তেমন বাধা দেয়না। অনেক সময় পিতা মাতা শিক্ষিত হলে ছেলে মেয়ের ইচ্ছার সাথে তাদের ইচ্ছার সমন্বয় করেই প্রায় ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়, ছেলে মেয়ে কোন লাইনে পড়বে। বর্তমান সময়ে পিতা মাতা সন্তানের মতামতকেই বেশী গ্রাহ্য করে। কারন বর্তমান সময়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারের চাইতে অনেক বেশী মর্যাদা সম্পন্ন পেশা এদেশে আছে, এই ব্যাপারে প্রায় সব পিতা মাতাই অবগত। মান্দাত্তার সেই চিন্তা ভাবনা এখন বিলুপ্তির পথে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ