Call

আমাদের দেশে গিটা বাত, আম বাত, রস বাত এরকম নামে বহু বাত আছে । কিন্তু বাতের ব্যাথার কারন বিজ্ঞানীরা এখনও আবিস্কার করতে পারেনি। তবে চিকিৎসা বিজ্ঞানে বাত বংশ পরম্পরায় চলমান ধারা বলে মত দিয়াছেন। বাতে আক্রান্ত হয়ে মানুষ বিভিন্ন ভাবে কষ্টের কারন এখনও উদঘাটন করতে পারেনি। বিশেষ কোন খাবার থেকে বাতের ব্যাথার প্রকোপ বৃদ্ধি পায় এমন কোন তথ্যও বিজ্ঞানীরা জানাতে পারেনি। তবে বাত নিয়ে বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাতের প্রকৃতি জানার জন্যে। সেই ক্ষেত্রে হাঁসের গোশতে বাতের ব্যাথ সৃষ্টি হয় বা বৃদ্ধি পায় এমন ধারনা করা সম্পূর্নই অবান্তর। এমন ধারনাকে চিকিৎসা বিজ্ঞান কুসংস্কার বলেই মনে করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ