শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা প্রায়ই স্বপ্ন দেখে থাকি। কিন্তু সেই স্বপ্ন মাঝে মাঝে অনেক সুখকর হয়ে থাকে, অাবার মাঝে মাঝে হয়ে থাকে অনেক বেশি ভয়ংকর। এমনও পরিস্থিতির তৈরি হয় যে এসব ভয়ংকর স্বপ্ন দেখে আমরা ঘুমের মাঝেই চিৎকার করে উঠি। কিন্তু আসলেই এসব ভয়ংকর স্বপ্ন দেখার অর্থ কি জানেন আপনি? আমরা কোনো ভয়ংকর চিন্তা থেকেই এসব স্বপ্ন দেখি নাকি অন্য কোনো কারণে? মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি আমরা দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি আর পিছনে ধাওয়া করছে ভয়ংকর চেহারার এক দানব। কিন্তু এ সময়টাতে আজব একটি বিষয় আমাদের সাথে ঘটে থাকে। আমরা দৌড়ানোর হাজারো চেষ্টা করলেও যেন দৌড়াতে পারি না। মাঝে মাঝে পা অবশ ধরে যায়। এর অর্থ আসলে কী? অনেক স্বপ্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা করেছেন। স্বপ্ন যে আসলে আমাদের ক্লান্ত মস্তিষ্কের চিন্তা তাও বলেছেন। এই ধরনের ভয়ংকর স্বপ্ন সম্পর্কেও তারা বিভিন্ন অভিমত দিয়েছেন। হতে পারে আপনার বর্তমান খারাপ অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি এ ধরনের স্বপ্ন দেখছেন। অথবা বাস্তবের কোনো ব্যক্তির সাথে ঝামেলার কারণে আপনাকে এই ধরনের স্বপ্ন দেখাতে বাধ্য করেছে মস্তিষ্ক। আবার এমনও হতে পারে যে আপনি হয়ত শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ বলেই এই ধরনের স্বপ্ন দেখছেন। আমরা সবসময়ই এই ধরনের ভয়ংকর স্বপ্নের নেতিবাচক অর্থ খুঁজে নিই। কিন্তু এগুলোর কোনো ইতিবাচক অর্থও থাকতে পারে বলে স্বপ্নবিজ্ঞানীরা বলেন। তথ্যসূত্র : about.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ