আচ্ছা, শফিকুল, পপি, রিনা, রেশমা, সুমি, মীম এই নামের অর্থ গুলো জানতে চাই ?
শেয়ার করুন বন্ধুর সাথে

শফিকুল নামেরঅর্থ হলঃদয়ালু আরসুমি নামের অর্থ হলঃ চিহৃ বা দাগ আর মীম আরবী২৯টি বর্ণমালার মধ্যে একটি বর্ণ।আর তিনটি নামের অর্থ আরবী অভিধানেই নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 ১. শফিকুল নয়; শফিকুল ইসলাম। এর অর্থ ইসলামের স্নেহশীল বা সদয় ব্যক্তি।

২. poppy পপি অর্থ, কয়েক ধরনের বুনো ও আবাদি উদ্ভিদ, যাতে বড় বড়, বিশেষত লাল ফুল ফোটে এবং এতে দুধের মতো এক রকম রস থাকে, লালা, পোস্ত, আফিম গাছ। বাংলা একাডেমি ইংলিশ বাংলা একাডেমি ৫৮৩,

৩. সুমি এটি একটি জাপানিজ শব্দ। এর অর্থ রুচিশীল, অভিজাত, বিশুদ্ধ, পরিশোধিত। http://nameberry.com

 ৪. রিনা এটি একটি সংস্কৃত শব্দ। এর অর্থ গলিত, অমীমাংশিত। আর হিব্রু ভাষায় রিনা অর্থ সঙ্গীত, আনন্দ।https://en.wikipedia.org,

 ৫. মীম আরবী বর্ণমালার ২৪ তম বর্ণ।

৬. রেশমা অর্থ রেশমের মত, রেশমি। http://www.indiachildnames.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ