এটার জন্য অভ্যাস অতিগুরুত্বপূর্ণ ব্যপার । আপনাকে অবিধান থেকে আপনার পচন্দসই শব্দ নির্বাচন করে সেগুলোকে সবার সামনে চর্চা করতে হবে । আর play store ৩ গিয়ে Spoken English নামে সার্চ দিলে অনেকগুলো এপ্স পেয়ে যাবেন সেগুলো নামিয়ে চর্চা করলে আমার মনে হয় একটু ফল পেতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি play store থেকে Google Translate নামে আপ্স টি ডাউনলোড করতে পারেন,  তাহলে আপনি খুব সহজেই ভুকাভোলারি শিখতে পারবেন,  বাংলা ইংলিশ দুই রকম ই search করার উপায় আছে,  আশা করি উপকার পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেহেতু আপনার লেখাপড়া স্বল্প।তাই নিজে নিজে শুধু বই বা অ্যাপস এর  মাধ্যমে চর্চা না করে  ভালো কোন শিক্ষকেরর কাছে পড়তে পারেন।তাছাড়া ইংরেজীতে কথা বলা শিখার জন্য অনেক কোচিং সেন্টার আছে।সেগুলোতে ভর্তি হতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ