সেখানে চাবি বলা হয়েছে সুর এবং ছন্দ মিলানোর জন্য। কবিদের স্বাধীনতা থাকে ছন্দের খাতিরে কিছু "ভুল" করার। এই জিনিসটাকে পোয়েটিক লাইসেন্স বলে। ছন্দের খাতিরে কখনো মুক্তা কে মুকুতা ও লিখতে হয়। একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম আরো উদাহরণ আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ