গতিনির্ণায়ক এই যন্ত্রটির নাম স্পিডোমিটার। এটি কোন বস্তুর দিকে ধরলে সেটি বস্তুর গতি বলে দেয়।এটি গাড়ির বেগ নির্নয়েই অধিক ব্যবহৃত। প্রাসের গতিসূত্র ব্যবহার করে খুব সহজেই কম্পিউটারের সাহায্যে বলের গতিবেগ নির্ণয় করা হয় । বলটির আনুভূমিক পাল্লা(আনুভূমিক বরাবর বলের অতিক্রান্ত দূরত্ব) খুব সহজে হিসাব করা যায়। ফলে তা ব্যবহার করে কম্পিউটারে মুহূর্তের মধ্যে বলের আদিবেগ(ব্যাটে আঘাত পাওয়ার পরমুহূর্তের বেগ) হিসাব করা যায়, এমনকি বলের গতিপথের যে কোন অবস্থানের গতিবেগও বের করা সম্ভব।   ভেক্টর বিভাজন পদ্ধতি জানা থাকলে নিচের লেখচিত্রগুলো থেকে প্রাসের সূত্র খুব সহজে বোঝা যাবে---                      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ