প্লীজ কেউ একজন আমার এই টুকু হেল্ফ করেন!!!!!
Share with your friends
Call

যেকোনোভাবে ১২-১৪ টা রিপোর্ট করলেই সাধারণত আইডিটি ব্লক করে ও ফেসবুক রিভিউ করে তাকে। আর যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে তাহলে আপনি আর এক দুইজন রিপোর্ট করলেই আইডি ব্লক করবে।

Talk Doctor Online in Bissoy App

রিপোর্ট করে কোনো ফেসবুক আইডি ব্লক করতে হতে কমপক্ষে সেই আইডির অর্ধেক ফ্রেন্ড এর ব্লক লাগবে এবং কারণটা হতে হবে উপযুক্ত এবং একই ।আর যেহেতু ফেসবুক এসব ব্যাপারে সক্রিয় থাকে তাই তারা একবারে সেই আইডি ব্লক করে দেবে না ।হয়তঃ আইডিটা ফটো ভেরিফিকেশানে দেবে বা ভেরিফাই করবে

Talk Doctor Online in Bissoy App
Rahid

Call

আপনারা বেশ কয়েকজন মিলে ৮-১০ জন মিলে ঐ আইডিতে রিপোর্ট দিলে ঐ আই টা ডিসেবল করে দিতে পারে ফেজবুক কর্তৃপক্ষ  রা।

কিভাবে রিপোর্ট করবেন 

এজন্য প্রথমে তার প্রোফাইলে যান তারপরঃ

Report>>report this account>>this is a fake account>>>>Submit to Facebook for Review>>Continue   

এই ভাবে  এগিয়ে যান।

অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ ঐ আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

Talk Doctor Online in Bissoy App
MDDurjoy

Call

ফেইসবুক নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠর। তাই চাইলেও একটি একাউন্টকে ব্লক করা যায়না। উপযুক্ত প্রমান সহ রিপর্ট করলে আইডিটি ব্লক হবে, সেটি একটি রিপর্ট করলেই। বেশি রিপর্ট এর প্রয়জন নেই।

Talk Doctor Online in Bissoy App