Call

পরিদর্শনের সময়সূচী

  • গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
  • শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
  • বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকবে।


টিকেটের মূল্য তালিকা

প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশি শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশি দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, উল্লেখ্য যে, প্রতিবন্ধি দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।

আহসান মঞ্জিল জাদুঘর ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে প্রবেশ করতে দেয়া হয়ে থাকে।

অগ্রিম টিকিটের কোন ব্যবস্থা নেই। তবে উল্লিখিত দিনগুলোতে আহসান মঞ্জিল বন্ধ হওয়ার ৩০ মিনিট আগ পর্যন্ত টিকেট সংগ্রহ করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আহসান মঞ্জিল যে যে দিন খোলা থাকেঃ 

আহসান মঞ্জিলের সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। বাকি দিনগুলোতে আহসান মঞ্জিল খোলা থাকে। তবে শুক্রবার আহসান মঞ্জিলের সময়সুচিতে কিছুটা তারতম্য আছে। এদিন মঞ্জিল অর্ধদিবস খোলা থাকে অর্থাৎ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা ৩০ পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকিদিন গুলোতে- গ্রীষ্মকালে সকাল ১০টা ৩০ মিনিট হতে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত এবং শীতকালে সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।


আহসান মঞ্জিলের টিকেট মূল্যঃ

অপ্রাপ্ত-বয়স্কদের জন্যে টিকেটের দাম ১০ টাকা। অপ্রাপ্ত- বয়স্ক বলতে এখানে ১-১২ বছর বয়স ধরা হয়। প্রাপ্ত বয়স্ক সাধারন দর্শনার্থীদের জন্যে টিকেটের মূল্য ২০ টাকা । শিক্ষার্থীরা আগাম আবেদন সাপেক্ষে বিনামুল্যে প্রবেশ করতে পারে।


 আহসান মঞ্জিল কিভাবে যাবেনঃ

আহসান মঞ্জিল যাবার সবচেয়ে সহজ রুট হলো সদরঘাট। ঢাকার যেকোনো প্রান্ত থেকে সদরঘাটে সড়ক পথে বাসে করে যাওয়া যায়।  এরপর আপনি ২০ টাকা রিকশা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন। তবে সদরঘাট থেকে আহসান মঞ্জিল খুবই অল্প দুরত্বে হওয়াই পায়ে হেটে যাওয়ায় বুদ্ধিমানের কাজ কারন সরু রাস্তায় সাধারনট প্রচুর জ্যাম হয়ে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে একটুখানি হেটে গেলেই আপনি আপনার কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যাবেন।


আহসান মঞ্জিল সম্পরকে আরও বিস্তারিত জানতে ভ্রমনচারীতে- আহসান মঞ্জিল


তথ্যসুত্রঃ

নিজের বাস্তব অভিজ্ঞতা এবং

https://vromonchari.com


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ