F.Rahman

Call

বিখ্যাত পরিসংখ্যানবিদ ফ্র‍্যাঙ্ক ডাকওয়র্থ এবং টোনি লুইস এই নিয়মের জন্মদাতা। এই নিয়মটা আদতে সীমিত ওভার ক্রিকেটে খেলার মাঝে বৃষ্টি হলে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করতে (কুখ্যাত রেন রুলের পরিবর্ত্তে) ব্যবহার করা হয়। নিয়মটা তৈরী হয় ১৯৯৭ সালে এবং ১৯৯৯ সাল থেকে আইসিসির দ্বারা এর আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়।

যখন বৃষ্টির কারণে ওভার নষ্ট হয়। তখন যে টিম সেকেন্ড ব্যাটিং করে তার জন্য বেঁচে থাকা ওভার, রানরেট, হাতে থাকা উইকেট সংখ্যার বিচার করে একটা সংশোধিত টার্গেট সেট করা হয় এই মেথডের মাধ্যমে।

বর্তমানে স্টিভেন স্টার্ন নামে আর এক অধ্যাপকের অধীনে এই নিয়মটির উন্নততর সংস্করণ সংক্রান্ত গবেষণা চলছে। তাই ২০১৪ সাল থেকে এই নিয়মের নাম পরিবর্ত্তন করে ডাকওয়র্থ-লুইস-স্টার্ন মেথড রাখা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ