শেয়ার করুন বন্ধুর সাথে

দুর্বল স্মৃতিশক্তির কারণগুলি সনাক্ত করার সঙ্গে এর রোগ নির্ণয় যুক্ত। নিম্নলিখিত উপায়গুলি স্বীকৃতি পদ্ধতি: চিকিৎসাজনিত ইতিহাস। শারীরিক পরীক্ষা। ল্যাবোরেটরি টেস্ট। সাইক্রিয়াটিক এভলিউশন টেস্টের সাহায্যে চিন্তা-ভাবনার পরিবর্তন চিহ্নিত করা। মস্তিষ্কের এক্স-রে, সিটি স্ক্যান এবং এমআরআই। স্মৃতিশক্তি দুর্বলতার কারণ বার্ধক্য, নাকি কোনও রোগ, এই পরীক্ষাগুলি সেই সিদ্ধান্তে আসতে সাহায্য করে। চিকিৎসা পুরোপুরি স্মৃতিশক্তি দুর্বলতার কারণগুলির ওপর নির্ভর করে হয়। বেশিরভাগ ক্ষেত্রে স্মৃতিভ্রংশের কোনও প্রতিকার নেই এবং ডোনেপেজিল, রিভাস্টিগমাইন, মেমান্টাইন ও গ্যালান্টামাইনের মতো ওষুধগুলি সাময়িকভাবে উপসর্গগুলি থেকে স্বস্তি পাওয়ার জন্য দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ