এটা পুরোটাই আপনার নিয়ত বা উদ্দেশ্যের উপর নির্ভর করে। আপনার যদি উদ্দেশ্য হয় শুধুমাত্র তাকে জানানো বা তার সাথে শেয়ার করা সেক্ষেত্রে রিয়া হওয়ার কোন কথা নয় (১ ও ৩)।  কুরআন শুনানোর ক্ষেত্রে আপনি যে কাউকে কুরআন শুনাতে পারেন, এতে উভয়ই সওয়াবের অধিকারী হবেন। কিন্তু তিনটি ক্ষেত্রেই আপনার মনের মধ্যে যদি এমন ভাবনা চলে আসে যে “সে দেখুক আমি কী” “আমি কী পারি” বা “আমি কী করেছি” সেক্ষেত্রে রিয়া হবে। অর্থাৎ নিজেকে জাহির করে তৃপ্তি পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকলে রিয়া হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ