অনেক উপায় আছে । সঠিক সহজ একটি উপায় দিচ্ছি । এটা বেশ সহজ তবে একটা ব্যাপার মাথায় রাখেন এই পদ্ধতি টি সহজে সাথে সাথে অকার্যকর ঠিক আছে। আপনি যদি ফোন রিস্টার্ট দেন তাহলে হয়তো mac আগের মতো হয়ে যেতে পারে । তবে সম্ভাবনা কম ।

পদ্ধতিটি হুবহু মেনে চলবেন । 

১.আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটি লিখে রাখুন কোথায় ।
২.এটি পাবেন Settings এর Wi-Fi এর Advanced settings এ।

৩.আপনি যদি কখনো আসল ম্যাক এড্রেস ফিরিয়ে আনতে চান, সেক্ষেত্রে বর্তমান অ্যাড্রেসটি নিরাপদে কোথাও নোট করতে পারেন.

৪.গুগল প্লে স্টোর থেকে ‘Android Terminal Emulator’ নামে একটি অ্যাপ্লিকেশন download করে ,অ্যাপটি open করুন । ‘ip link show’ type করুন।

৪.তালিকা থেকে আপনার ইন্টারফেসের নামটি সন্ধান করুন। এই উদাহারনস্বরুপ, ধরি আপনার ইন্টারফেসের নাম "wlan0"। এখন, ম্যাক অ্যাড্রেসটি পরিবর্তন করতে টার্মিনাল এমুলেটরটিতে এই কমান্ড টাইপ করুন: 'ip link set wlan0 XX:XX:XX:YY:YY:YY' যেখানে আপনার নিজের ইন্টারফেসের নাম এবং 'XX: XX' সহ 'wlan0' প্রতিস্থাপন হবে 'XX:XX:XX:YY:YY:YY' নামে ।

৫.জাস্ট এই কাজ তাই আসল ছিল ।এরপর

৬.আবার Settings About Device এ গিয়ে আপনার ম্যাক অ্যাড্রেসটি সঠিকভাবে পরিবর্তিত হয়েছে কিনা তা যাচাই করুন।

৭. যদি পরিবর্তন না হয় তবে স্টেপ by স্টপ আবার চেষ্টা করুন ।


Talk Doctor Online in Bissoy App