Jamiar

Call

প্রথমবারের মিলনের আগে অবশ্যই আপনারা একে অপরের সাথে পরিচিত হয়ে নিবেন।এবং আগে জেনে নিবেন সে মিলনের জন্য রাজি কিনা।রাজি থাকলে আপনারা একে অপরের সাথে বিভিন্য ভাবে আদর ও ভালোবাসা করবেন। স্ত্রীর স্পর্শকতা স্থানে আদর করবেন।এর পর সে যদি মিলনের জন্য প্রস্থত হত তখন আসতে আসতে মিলনের জন্য চেষ্টা করবেন তবে তারাহুড়া বা অস্থিরতা সৃষ্টি করবেন না। 

তাছাড়া প্রথমবারের শাররীক মিলনে বিবাহিত যুগলের জন্মনিরোধক ব্যবহার দুজনের জন্য সমানভাবে মঙ্গলজনক। হয়তো কনডম কিংবা খাবার বড়ি ব্যবহার না করার ফলে আপনাদের “যৌন বাহিত ছোঁয়াচে রোগ” কিংবা “গর্ভধারনের” ভয়ে মিলনের আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। প্রথমদিন যৌন বাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাবার জন্য কনডম ব্যবহারই সবছে ভাল – যদিও এটি ১০০% আত্মরক্ষা মুলক নয়। তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিক ভাবে প্রস্তুত নয়। তাই বিয়ের পর পরষ্পরের শাররীক সমস্যার (যদি থাকে) ইতিহাস জেনে এবং সন্তান নেয়ায় দুই জনের মতামতের ভিত্তিতে পরবর্তী নিয়ন্ত্রনের পদক্ষেপ নেয়া যেতে পারে। যদি সে বাচ্চা নিতে চায় বা বিবাহের ১ বছর পর বাচ্চা নিতে চায় তাহলে তার কথা মত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবেন। সর্বদাই স্ত্রীকে আদর ও ভালোবাসবেন। স্ত্রীকে কষ্ট দিয়ে বা জোর পূর্বক মিলন করা থেকে বিরত থাকুন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ