Emonmir14

Call

সবচেয়ে ভালো হয় পরিবার পরিকল্পনা ব্যপারে অনলাইনে ওয়েবসাইট বা ইউটিউবে তথ্য জেনে নিতে পারেন এতে ভালো হবে আপাতত আমি বলতে পারি তিনটি প্রদ্ধতির একটি প্রদ্ধতি  নিতে পারেন

১- পিল (মাসিক)  ২ - কনডম ৩ - ইম্প্যান্ট প্রদ্ধতি।।।

বিস্তারিত ইনবক্সে বলছি       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আসলে বিয়ের প্রথম অবসয় বাচ্চা নেওয়া উচিৎ এর পর প্রেগন্যান্সি রোধ করেন সমস্যা নাই।কিন্তু আপনি যদি এখন প্রেগন্যান্সি রোধ করতে চান পিল খেয়ে তাহলে পরবর্তীতে বাচ্চা নিতে ঝামেলায় পরবেন বা বাচ্চা আসতে নানান সমস্যায় পরবেন।

তবে এখন প্রেগন্যান্সি রোধ করতে কনডম নিবেন মিলনের সময়।এবং যদি ওনার মিন্স নিয়মিতভাবে হয় তাহলে মিন্সের দিন থেকে আগের ৭ দিন মিলন করতে পারেন তবে এই নিয়ম গুলো নিশ্চিত নয়।তাই সর্বদাই মিলনে কনডম নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ