আসসালামু আলাইকুম, আমরা ফেইসবুকে অনেক সময় দেখি পেইজ দিয়ে যে কোনে পেজে গ্রুপে আইডিতে লাইক কমেন্ট করে message করে অর্থাৎ একটি ফেইসবুক আইডি দিয়ে যা যা করা যায় একটা ফেইসবুক পেইজ তাই তাই করছে, এটা কিভাবে করে???? আমার একটি পেইজ আছে আর একটা গ্রুপ আছে। আমি আমার পেইজ দিয়ে শুধুমাত্র নিজের পেইজে লাইক কমেন্ট করতে পারি আর নিজের যেই গ্রুপ আছে সেটাটে পেইজ লিংক সেট করে Acting as your page এ ক্লিক করে শুধুমাত্র নিজের গ্রুপে পোস্ট করতে পারি কমেন্ট করতে পারি। কিন্তু পেইজ দিয়ে কিভাবে সব জায়গায় আইডির মতো যা খুশি করতে পারবো?? যেখানে খুশি কমেন্ট করতে পারবো আইডিতে message করতে পারবো বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারবো কিভাবে??? এটা কিভাবে করে??? কেই উত্তর দিলে খুব উপকৃত হবো Thanks in Advance
Share with your friends
Jamiar

Call

ওয়ালাইকুম সালাম।

হ্যা আপনি আপনার ফেসবুক পেইজ দিয়ে যেকোন গ্রুপের পোস্টে লাইক কমেন্ট করতে পারবেন তবে উক্ত গ্রুপে জইন করা থাকা লাগবে। অর্থাৎ আপনার পেইজ দিয়ে গ্রুপে এড থাকা লাগবে।

কিভাবে অন্যদের গ্রুপে আপনার পেইজ দিয়ে জইন করবেন দেখুন বলছি।

  • প্রথমে ফেসবুক এপ্স অপেন করুন ও লগইন করুন।
  • যে গ্রুপে জইন করবেন সেই গ্রুপে প্রবেশ করুন(নিচে পিক দেখুন)। 
  • এর পর জইন অপশনে ক্লিক করুন।
  • জইন অপশনে ক্লিক করাতেই আপনার পেইজ ও ফেসবুক আইডি নাম চলে আসবে।
  • যদি আপনার পেইজ থেকে জইন করতে চান তাহলে পেইজের নামের ডান পাশে টিক দিন(নিচে পিক দেখুন)
  • টিক দেওয়ার পর জইনে ক্লিক করুন।ব্যাস হয়ে গেলো এবার গ্রুপের এডমিন একচেপ্ট করলেই আপনার পেইজ থেকে জইন হয়ে যাবেন।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App