শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

চেক প্রতারণার শিকার হলে কীভাবে আইনি পদক্ষেপ নেবেন তা জানলে খুব সহজেই আপনি পাওনা উদ্ধার করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংক থেকে চেক ডিজঅনারের স্লিপ সংগ্রহ করতে হবে। স্লিপে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজঅনার হয়েছে কি না, খেয়াল করুন। এর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ দেবেন। এরপরও আপনার টাকা পরিশোধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করতে পারেন।

মামলা করার পর আদালত থেকে বিবাদীকে সমন জারি করা হয়ে থাকে। সমন জারির পর যদি বিবাদী আদালতে হাজির না হন, তাহলে আদালত বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও যদি বিবাদীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারে, তাহলে বাদী বিবাদীর সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারবেন। তাতেও যদি বিবাদী আদালতে না হাজির হন তাহলে বাদী জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মামলার কার্যক্রম চালাতে পারবেন।

সে ক্ষেত্রে বিবাদীকে পলাতক দেখিয়ে আদালত মামলার রায় দেবেন। আদালত  সবকিছু পর্যালোচনা করে আসামিকে এক বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা দ্বিগুণ টাকা জরিমানা করেন। আর রায়ের পর আসামি গ্রেপ্তার হলে অর্ধেক টাকা আদালতে জমা দিয়ে ৩০ দিন আপিলের শর্তে জামিন পাবেন।

এ ছাড়া আইন না জানার কারণে প্রতারণার শিকার অনেকেই থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এ আইনে মামলা করে তাঁরা কোনো দিনও টাকা উদ্ধার করতে পারেন না। শুধু এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করলে আপনি আপনার টাকা পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ