আমরা দুজন পালিয়ে বিয়ে করতে চাই | আর এটা ছাড়া কোন রাস্তা নাই | আমার বয়স 17 বছর 8 মাস,আর মেয়ের বয়স 16 বছর 8 মাস | এখন আমরা কিভাবে বিয়ে করবো? বিয়ে আমাদের করতেই হবে | কি কি ঝামেলা হতে পারে? কত টাকা লাগবে? কোথায় কিভাবে বিয়ে করবো? ইত্যাদি বিস্তারিত বলবেন| যাতে ধরা না পরি*
শেয়ার করুন বন্ধুর সাথে

আইনতভাবে আপনাদের কারও বিয়ের বয়স হয়নি। 

ছেলেদের বিয়ের বয়স ২২ বছর না হলে হয়না আর মেয়ের

বয়স ১৮ বছর হতে হবে। তা না হলে কোন কাজী আপনাদের

বিয়ে দিবে না। আর এই বয়সে পালিয়ে বিয়ে করলে আপনি

এবং আপনার পরিবার চরমভাবে ফেসে যেতে পারেন।

সঠিক বয়স না হওয়া পর্যন্ত এভাবে বিয়ে না করাই ভাল।

আর অবৈধভাবে আপনি বিয়ে করতে পারবেন তবে

পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।

অবৈধভাবে বলতে আপনাদের বয়সের সকল কাগজ পত্র

নকল করতে হবে। যেগুলো বিয়েতে লাগে। দুইজন সাক্ষী

 আর একজন উকিল হিসেবে কাউকে লাগবে বিয়ে সম্পন্ন

করতে। বিয়ে করতে আপনার ১৫০০-২৫০০ টাকা লাগতে 

পারে বা এর কম বেশীও লাগতে পারে। আপনার জেলার 

যেকোন কাজী অফিসে গেলে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ