আমি ইসলামের বিষয়ে তেমন জানিনা?তবে আমি বিশ্বাস করি আল্লাহ্ আছেন সব সময়,,একটা তথ্য: একদিন একটি লোক অন্য হুজুরকে বললেন আল্লাহ্ যে আছে ওটা কি ভাবে আমি বুঝবো? তখন হুজুর তার একটি হাতে চোট একটি পাথর নিয়ে ঐ লোকটিকে অাস্তে করে মারলেন,তখন হুজুর লোকটির কাছে জানতে চাইলেন, আপনি কি ব্যাথা পেয়েছেন?লোকটির জবাব হ্যা ব্যাথা পেয়েছি,আপনি পাথর মেরেছেন ব্যাথা পাবো না?তখন হুজুর সাহেব লোকটিকে বললেন আপনি বলেছেন আপনি ব্যাথা পেয়েছেন,আচ্ছা আপনি ব্যাথাটা আমাকে দেখানতো? তখন লোকটি পরে গেলো সমস্যায় ব্যাথাতো আর দেখানো যাইনা?ব্যাথা অনুভব করার জিনিষ, তখন হুজুর লোকটিকে বলবেন ঠিক আল্লাহ্ অনুভব করার মতো, বিশ্বাস করার মতো,যেমন আপনি ব্যাথা পেয়েছেন সত্য,কিন্তু দেখাতে পাররেন না,ব্যাথা অনুভব করেছেন,তেমনি আল্লাহ্ সব সময় আছেন,তাকান আপনার চারিপাশে তার সৃষ্টির দিকে দেখবেন আল্লাহ্ আছেন,,আপনি নিজের দিকে নজর দিন,চিন্তা করুন আপনার সব অঙ্গ নিয়ে দেখবেন আল্লাহ্ আছে,,,পৃথিবীর যত কিছু আছে তাদের নিয়ে যতো বেশি গবেষণা করবেন,ততো বেশি বুঝবেন আল্লাহ্ আছেন.....আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন।

Call

দেখুন, আপনার যে মোবাইল আছে, তা কে সৃষ্টি করেছে? উত্তর দিবেন, নিশ্চয়ই মানুষ। আবার, মানুষ কোথায় আছে? উত্তর দিবেন, নিশ্চয়ই দুনিয়াতে। আবার, যদি বলা হয়, এই দুনিয়াটা কে সৃষ্টি করেছে? তখন উত্তর কি দিবেন? নিশ্চয়ই বলবেন, কোনো স্রষ্টা। আর এই স্রষ্টা হলেন, আল্লাহ তায়ালা।