শেয়ার করুন বন্ধুর সাথে

এই ধরনের ব্যবসা ২০১৫-১৬ সালে ফেসবুকে তুমুল জনপ্রিয় ছিল । অনেকেই চাইতো যে তার এমন একটি ফেসবুক আইডি থাকুক যে আইডিতে অনেক ফ্রেন্ড আছে । যেমনঃ 4000 কিংবা 5000 । আর বন্ধুমহলে তো এটা নিয়ে অনেকেই গর্ব করতো যে তার ফ্রেন্ড অন্য সবার থেকে বেশী । তাই অনেকেই ইর্ষান্বিত হয়ে অধিক ফ্রেন্ড সমৃদ্ধ আইডি কিনে ফেলত । ফলে যারা আইডি বেচার কাজটি করত তারা গড়ে প্রতি একহাজার ফ্রেন্ডের একটি আইডির দাম হাঁকাত 100-150 টাকা । কিন্ত তবুও আইডির ব্যাপক চাহিদা ছিল । কিন্ত এখন দিন আরো পাল্টেছে । ফেসবুকটা এতটা বিস্তৃত হয়েছে যে রিক্সাওয়ালাও ফেসবুক চালায় এবং তার ও ফেসবুকে হাজার ফ্রেন্ড আছে । তাই আপনার উল্লেখ করা পেশাটা এখন বেশি লাভজনক হবে বলে মনে করিনা । তবে আপনি যে একেবারেই অসফল হবেন তা কিন্ত নয় , এখনো অনেকেই আছেন যারা বেশী ফ্রেন্ডের আইডি কিনে । দাম একটু কম পেলেও তাদের কাছে বিক্রয় করে আয় করতে পারবেন । দাম চাইতে পারেন প্রতি হাজারে 50-60 টাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ