Call

নবম-দশম শ্রেণীতে রসায়নের বিক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করতে হলে প্রথমে মৌল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি কিছু যৌগের সম্পর্কে ধারণা রাখতে হবে। মূলত এসময় মুখস্থের অংশ থাকে বেশি। যেসব বিক্রিয়া মনে থাকে না সেগুলো বারবার লিখতে হবে। মনে রাখার চেষ্টা করতে হবে। শর্টকাট ভাবে শিখলে তা দীর্ঘস্থায়ী হয় না। প্রতিটি বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কীভাবে উৎপাদ এসেছে তা ভালোভাবে বুঝতে হবে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রসায়ন খুব কঠিন কোনো বিষয় নয় তাই এতে ভয় পাওয়ার কিছু নেই ।রসায়ন এ সমস্যা হবে যদি বেসিক বিষয়গুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকে ।আপনি অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের "রাসায়নিক বিক্রিয়া" নামে অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করুন ।এখানে খুব সুন্দরভাবে ব্যাখা সহকারে মৌল,যৌগ,রাসায়নিক বিক্রিয়া সংগঠন,বিক্রিয়ক,উত্‍পাদ,রাসায়নিক সংকেত লেখা ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা আছে ।আর রসায়নে ভালো করার কৌশল হলো বেশি বেশি চর্চা করা ।তবে নিচের বিষয়গুলো মাথায় রাখলে কাজে লাগবেঃ ১.রসায়নের মূল টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করুন । ২.রাসায়নিক বিক্রিয়া,সংকেত,বিভিন্ন প্রক্রিয়া,পরীক্ষা এগুলো ভালোভাবে জেনে নিন । ৩.পর্যায় সারণির ১ম কয়েকটি এবং গুরুত্বপূর্ণ মৌলগুলোর প্রতীক,পারমাণবিক সংখ্যা ,ভরসংখ্যা ও যোজনী ভালোভাবে আয়ত্ব করুন । ৪.রাসায়নিক বিক্রিয়টা সম্পন্ন এবং সংকেত লেখার পদ্ধতি জেনে নিন এবং চর্চা করুন । আপনি যেহেতু দশম শ্রেণির ছাত্র তাই আপনার রসায়ন বইয়ের পর্যায় সারণি,অরবিটাল এর সাহায্যে ইলেকট্রন বিন্যাস,মোলের ধারণা ও পরিমাপ,রাসায়নিক বিক্রিয়া,রেডক্স ও ননরেডক্স বিক্রিয়া,জারণ সংখ্যা নির্ণয়,অম্ল ক্ষারক লবণ,জৈব রসায়ন এই টপিকগুলো ভালো করে পড়ুন ।আশা করি রসায়নের সকল সমস্যার সমাধান পাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ