শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পৃথিবীতে বিভিন্ন প্রকার যৌগ আছে। যেমন জৈব যৌগ, অজৈব যৌগ, জটিল যৌগ ইত্যাদি। আপনি কোনধরনের যৌগের নামকরণ করতে চান তা উল্লেখ করেন নি। আপনি এ সম্পর্কে বিস্তারিত উচ্চশ্রেণীর বইগুলো থেকে জানতে পারেন। আমি কিছু সাধারণ নিয়মাবলী বলছি... ১।যৌগে ধাতুর নামের উচ্চারণ ঠিক থাকে কিন্তু অধাতুর নামের শেষে আইড উচ্চারিত হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড। ২। ক্যাটায়নগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ধাতু + রোমান পদ্ধতিতে চার্জ + আয়ন। যেমন Cu2+ হল কপার II আয়ন। ৩। অ্যানায়নের ক্ষেত্রে আইড উচ্চারিত হবে। যেমন S2- হল সালফাইড আয়ন। ৪। জটিল যৌগে লিগ্যান্ডের সংখ্যানুসারে মনো, ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি ব্যাবহৃত হয়। ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ