প্রথমে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন ধরনের ভিসা  একাউন্ট খুলতে চান। লোকাল অথবা ইন্টারন্যাশনাল।


যদি আপনি লোকাল বা ডেবিট ভিসা কার্ড নিতে চান তাহলে বাংলাদেশের যেকোন ব্যাংক থেকে নিতে পারেন। তবে মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্যাক ব্যাংক এক্ষেত্রে সবচেয়ে ভালো।

এজন্য আপনার প্রয়োজন হবে আপনার

আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি,

কয়েককপি পাসপোর্ট সাইজের ছবি,

 নমিনির ছবি ,

নমিনির আইডি কার্ডের  বা জন্ম নিবন্ধনের ফটোকপি।

সেই সাথে ব্যাংকের নির্ধারিত নিবন্ধন ফর্ম

এবং প্রারম্ভিক জমা।


প্রারম্ভিক জমার পরিমান ৫০০/= থেকে ২,০০০/= হয়ে থাকে। আবেদন করার পর থেকে বিশ দিনের মধ্যে আপনি কার্ড পেয়ে যাবেন। মার্কেন্টাইল ব্যাংক ১৪ দিন সময় নেয়।
আর ইন্টারন্যাশনাল বা ক্রেডিট কার্ড নিতে চাইলে সবচেয়ে ভালো হবে ব্র্যাক ব্যাংক থেকে নিলে। তবে আপনি যদি ব্যবসায়ী অথবা চাকুরিজীবি হন তবে ডাচ-বাংলা ব্যংক অথবা প্রাইম ব্যাংক থেকেও নিতে পারেন। তবে ওদের শর্তসমুহ আমার জানামতে বেশ কঠিন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের শর্ত বেশ সহজ। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে আপনি ব্র্যাক ব্যাংক থেকে ফিক্সড ডেপোজিট এর মাধ্যমেই ক্রেডিট ভিসা বা মাস্টারকার্ড নিতে পারেন। এজন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আগের মতোই, শুধু আপনাকে একটি নির্দিষ্ট এমাউন্ট ব্যাংকে জমা রাখতে হবে। মিনিমাম এমাউন্ট ১০,০০০/=
আর আপনি চাকুরিজীবি হলে মিনিমাম মাসিক স্যালারি ২০,০০০/= এবং ব্যবসায়ী হলে মিনিমাম মাসিক ইনকাম ৩০,০০০/= হতে হবে। অবশ্য ব্যাংক ভেদে এটা কম বেশী হয়ে থাকে।




Visa Card হচ্ছে অনেকটা ইলেট্রনিক চেক এর মত । এটি দিয়ে আপনি আপনার বিল পরিষদ করতে পারবেন। দোকানে কিংবা অনলাইনে কেনাকাটায় । এটি অনেকটা ব্যাংকের ATM Card এর মত, কিন্তু একটু পার্থক্য আছে । যেমন, বিশেষ কোন ব্যাংকের ATM Card ঐ ব্যাংকের বুথ ছাড়া টাকা উঠানো যায় না । তবে, আপনি VISA card দিয়ে যত গুলো জায়গায় এটি গ্রহণ করে বলে থাকে তত গুলো জায়গায় ব্যবহার করতে পারবেন । আর যদি International Visa Card হয় তবে আপনি দেশের বাহিরেও এটি ব্যবহার করে আপনার বিল পরিষদ করতে পারেন । 




Talk Doctor Online in Bissoy App