FoyEz00

Call

ভাই, আপনি ২টা বা তারো বেশি কম্পিউটারে জেনুইন উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন...।। কিন্তু সেই উইন্ডোজের গায়ে থাকা যেই লাইসেন্স কি থাকবে সেটা শুধু মাত্র একটিতেই কাজ করবে... তাই বাকি যেসব কম্পিউটারেই আপনি উইন্ডোজ মেরেছেন সেগুলোর সাপোর্ট আপনি জেনুইন উইন্ডোজের মত পাবেন না...। তাই, একটা জেনুইন উইন্ডোজ একটি পিসি/ল্যাপটপেই  ইন্সটল দিলে আপনি Microsoft এর পুরো সাপোর্ট পাবেন...। আর বাকি গুলো বাজারে থাকা লোকাল উইন্ডোজের মত...।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

ভাই আমি বলতে চাইতেছি দুই কম্পিউটার এ একই key কাজ করবে কি??? 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

জেনুইন ডিস্ক কিনলে তাতে লেখা থাকে যে, অন ডিভাইস কি মাল্টিডিভাইস। যদি অনডিভাইস থাকে তাহলে একটির বেশি কম্পিউটারে হবেনা।

সাধারন উইন্ডোজ সেটাপের সময় অফলাইন মোডে আপনি যত খুশি ইন্সটল করতে পারবেন। অফলাইন মোডে সিরিয়াল কী সব পিসিতেই সমান কাজ করবে। তবে উইন্ডোজ এমনিতেই অনলাইন একটিভ করতে বলে। ফলে অনলাইন একটিভ করতে নেট কানেক্ট দিয়া অনলাইনে আসলেই প্রথম সেটাপ পিসি একটিভ হবে। বাকিগুলো একটিভ হবেনা। এবং ডুপ্লিকেট হিসাবে কিছু ফিচার বন্ধ হয়ে যাবে। এর ভেতর মেইন হচ্ছে সিকিউরিটি আপডেট ও পারফরম্যান্স এর জন্য ড্রাইভার আপডেট, বিভিন্ন ফ্রেমওয়ার্ক এগুলো বন্ধ হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ