১) আমি যদি মোবাইলে কুরআন পড়ি  
তাহলে কি আমার ওযু করে পড়তে হবে? 

২) আমি আরবী পড়তে পারি না।
 এখন আমি যদি বাংলা অর্থ পড়ি শুধু , 
তাহলে কি আমার কুরআন পড়া হবে?  
নাকি গুনাহ্ হবে?

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১ অজু ছাড়া কোরআন পড়া যায় কিন্তু ছোঁয়া যায়না। সে 

হিসেবে বলা যায় আপনি পড়তে পারবেন বাট স্ক্রিনের উপর 

হাত তথা আয়াতের উপর হাত রাখা যাবেনা। 

২ অর্থ পড়লে কোরআন পড়ার সাওয়াব পাবেন না। আর 

যদি বাংলা উচ্চারণ পড়েন তাহলে পূর্ণ শুদ্ধ হবেনা। সুতরাং

 আপনি দ্রুত আরবি তথা কোরআন পড়া শিখুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ