সুখের(Happiness) সংজ্ঞা দিন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

নিজ মনের প্রশান্তি যা আপনার চিত্তকে সন্তষ্টি রাখে তাকে সুখ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SirHashem

Call

যে অনুভূতি মানুষকে আনন্দ,উল্লাস এবং মনের প্রশান্তি এনে দেয় ,তাকেই সুখ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'সুখ' শব্দের অর্থঃ
  1. আনন্দ।
  2. তৃপ্তি।
  3. আরাম।
  4. স্বাচ্ছন্দ্য।
  5. হর্ষ।
  • সংজ্ঞাঃ কোনো কারণে আপনার মন যখন আনন্দে নেচে উঠে, আপনি যখন নিজের মধ্যে অন‍্যরকম ভালো লাগা অনুভব করেন, মনের মধ্যে যখন শান্তি লাভ করেন, কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আনন্দ-উল্লাস ও আরাম-তৃপ্তি লাভ করেন, তখন সেই অবস্থাকে সুখ বলে।
  • ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ