Call

খাড়া করা বলতে আপনি সম্ভবত Paragraph এর মার্জিন অনুযায়ী লেখা যে সাজানো হয় সেটাই বুঝিয়েছেন। 

আপনি MS Word এর কন্ট্রোল প্যানেলে Paragraph লেখা পাবেন। তার ওপরে বেশ কয়েকটি লাইন বিভিন্ন ভাবে দেওয়া থাকবে। এর মধ্যে

  • প্রথমটি সাধারণ লেখার মত হবে।
  • দ্বিতীয়টি কবিতাটাইপ অর্থাৎ লেখাটুকু ঠিক মাঝখানে এনে দেবে।
  • তৃতীয়টি ডানপাশ থেকে শুরু করবে। আরবি লিখতে ব্যবহৃত।
  • চতুর্থটি পৃষ্ঠাটিকে সম্পূর্ণ ভরে দিবে। 
এর মধ্যে আপনি খাড়া করা বলতে কী বুঝিয়েছেন আমি বুঝছি না। সম্ভবত চতুর্থটি হবে। 

অন্য কিছু হয়ে থাকলে কন্ট্রোল প্যানেলের ওপরে লেখা Page Layot এ গিয়ে সেখান থেকে ইচ্ছামত পেজটিকে সাজিয়ে নোট পারেন।

Talk Doctor Online in Bissoy App
Billalbsc

Call
ছবির মত  এরকম খাড়া নাকি
Talk Doctor Online in Bissoy App
Call

MS Word এ গিয়ে Insert এ যাবেন তারপর Shapes এ গিয়ে লেখার জন্য একটি বক্স নিবেন তার রাইট বাটন ক্লিক করে Add text করে দিবেন। বক্সটিতে ডাবল ক্লিক করলে উপরে মিনুবার এ দেখবেন Text Direction নামে একটি অপসন দেখাবে সেখাবে আপনি বিভিন্ন এঙ্গেলে লিখতে পারবেন। তার মধ্যে খাড়া করে লিখতে পারবেন যা নিচ থেকে উপরের দিকে লিখা যায়।(MS Word 7 সিস্টেম বললাম অন্য ভার্সনেও আছে দেখে নিবেন Text Direction কোথায় আছে)

Talk Doctor Online in Bissoy App

MS Excel এ আপনি যেভাবে খাড়া করে লিখতে পারেন সেটি যদি MS Word এ লিখতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে কোন টেবল/অটো শেফ insert করে সেটির ভেতরের লিখাগুলো খাড়া করে  লিখার জন্যে ঐ Auto Shape/Tabel এর ভেতরে রাইট বাটন ক্লিক করে Text Direction এ ক্লিক করে লিখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটাকে এম এস ওয়ার্ডের ভাষায় টেক্স ডিরেকশন বলা হয়। 

নিচের চিত্র দুটির মতো দুই উপায়ে খুব সহজেই এম এস ওয়ার্ডে টেক্স ডিরেকশন দেওয়া যায়। 
আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এবার আপনি কাজটি করতে পারবেন। ধন্যবাদ। image image
Talk Doctor Online in Bissoy App